সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি

২ আগস্ট : জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযান অব্যাহত। জঙ্গিদের খোঁজে শুক্রবার থেকে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সেনার গুলিতে এখনও পর্যন্ত একজন জঙ্গি নিকেশের খবর পাওয়া গিয়েছে। অভিযান এখনও চলছে।

গতকাল কুলগামের আখাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী। সেইমতো অবিযান শুরু হয়। জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। সংঘর্ষে খতম হয় এক জঙ্গি। সারারাত জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। শনিবার সকালেও সংঘর্ষ চলছে। এনিয়ে সেনাবাহিনীর চিনার কর্পস এদিন সকালে এক্স-এ পোস্ট করেছে। ‘অপারেশন আখাল’ (Operation Akhal) অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনা ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ রয়েছে সেখানে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!