ছয় লক্ষ টাকার কফ সিরাফ উদ্ধার শিলচরে
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : একটি পার্সেল সন্দেহভাজন নিষিদ্ধ সামগ্রী হিসেবে কুরিয়ার পরিষেবার মাধ্যমে পাঠানো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে, পুলিশের একটি দল কাঠাল রোডে অবস্থিত একটি গুদামে পৌঁছে দু’টি কার্টনে প্যাক করা অবস্থায় মোট ৪০০টি (প্রত্যেকটি ১০০ মিলিলিটার) ফেনসিডিল কফ সিরাপের বোতল উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে কফ সিরাপের বোতলগুলো বাজেয়াপ্ত করা হয়।
উল্লেখযোগ্য যে, ফেনসিডিল কফ সিরাপের বোতলগুলো বিহারের মুজাফ্ফরপুর থেকে পাঠানো হয়েছিল এবং সেগুলি ত্রিপুরার আগরতলায় পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে, এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে। ইতোমধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাজেয়াপ্ত কফ সিরাফ গুলোর কালো বাজারে মূল প্রায় ছয় লক্ষ বলে পুলিশের ধারনা।