মডেল এইচএস স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথকে সংবর্ধনা কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : পাথারকান্দির ঐতিহ্যবাহী মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতির্ময় নাথকে সংবর্ধনা জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দীর্ঘ ৩৬ বছর ১০ মাস ধরে শিক্ষকতা করে শিক্ষা জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জ্যোতির্ময়বাবু। ১৯৮৮ সালের ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে এই বিদ্যালয়ে তাঁর প্রথম পদার্পণ হয়। এরপর একনিষ্ঠতায় এগিয়ে যেতে যেতে ২০১৭ সালের ৫ জুলাই তিনি বিদ্যালয়ের স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
বৃহস্পতিবার দীর্ঘ কর্মজীবনের পর তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পাথারকান্দি বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে গামছা পরিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট প্রবীণ শিক্ষাবিদরাও।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংবর্ধনা সভায় বলেন, অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ শুধুমাত্র একজন শিক্ষকের ভূমিকায় সীমাবদ্ধ ছিলেন না। তিনি একজন দূরদর্শী সংগঠক ও আদর্শ শিক্ষাপ্রশাসক ছিলেন। তাঁর সময়েই এই বিদ্যালয় রাজ্যে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়।
তিনি আরও জানান, জ্যোতির্ময়বাবুর অধ্যক্ষ থাকাকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার এই বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণে অর্থ বরাদ্দ করে, যার কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে।
মন্ত্রী পাল অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে ভবিষ্যতে সমাজসেবার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং তাঁর সুস্থ, আনন্দময় অবসরজীবনের কামনা করেন।
বিদ্যালয় প্রাঙ্গণেও গতকাল এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন।
জ্যোতির্ময় নাথের দীর্ঘ কর্মজীবন, তাঁর শিক্ষা ও নেতৃত্বে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন এক নতুন ইতিহাস গড়ে তুলেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।