ইন্সুরেন্সের টাকা পেতে মারাত্মক কাণ্ড, দু’টি পা কেটে ফেললেন চিকিৎসক

২৭ জুলাই : ইন্সুরেন্সের টাকা পেতে মারাত্মক কাণ্ড করে বসলেন ব্রিটেনের এক শল্য চিকিৎসক। টাকার লোভে নিজের দু’টি পায়ের হাঁটু থেকে বাদ দিয়ে দিলেন নীল হপার(৪৯) নামের ওই চিকিৎসক। রয়্যাল কর্মওয়েল হাসপাতালের ওই চিকিৎসকের দাবি ছিল তাঁর সেপসিস হয়ে গিয়েছিল। তাই পা বাদ দিতে বাধ্য হয়েছেন।

তাঁর সেই পরিকল্পনা শেষপর্যন্ত ভেস্টে গিয়েছে। ইন্সুরেন্সের পরিমান ছিল ৫.৪ কোটি টাকা।

২০১৯ সালে ৩ জুন ও ২৬ জুন তিনি ইন্সুরেন্স কোম্পামির কাছে ওই ক্লেইম করেন। তিনি দাবি করেন, তাঁর দুই পায়ে সেপসিস হয়েছিল। তাই পা দু’টি হাঁটুর পর থেকে বাদ দিতে বাধ্য় হয়েছেন। তাঁর ওই মামলা আরও জটিল হয়ে যায়। ইন্সুরেন্স কোম্পানির কাছে খবর আসে যে নীল অন্য এক রোগীকে তার অঙ্গ বাদ দিয়ে দিতে পরামর্শ দিয়েছেন। কারণ সেই ইন্সুরেন্সের টাকা। আদালতে তা প্রমাণ হয়ে যায়।

২০২৩ সালের মার্চ থেকে ডাক্তারি করছিলেন না নীল। তার মেডিক্যাল লাইসেন্স বাতিল করে দেয় মেডিক্যাল কাউন্সিল। নীল যে অন্য রোগীদেরও তাদের অঙ্গ বাতিলের পরামর্শ দিয়েছিলেন তা নিয়ে বেকায়দায় পড়ে যায় রয়্যাল কর্মওয়েল হাপাতালও। ফলে বাধ্য হয়েই তারা বিবৃতি দিতে বাধ্য হন যে নীলের আমলে কোনও রোগীর কোনও ক্ষতি হয়নি।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে একবার নীল বলেছিলেন, তিনি অনেক অ্যাম্পুটেশন করিয়েছেন। অসুস্থ পায়ের পরিবর্তে যন্ত্রের পা অনেক ভালো। কৃত্তিম পা নিয়ে আমি অনেক বেশি সক্রিয়।

Spread the News
error: Content is protected !!