কারগিল দিবসে শিলচরে মশাল মিছিল বিজেপির, পা মেলালেন মন্ত্রী জয়ন্ত

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কারগিল বিজয় দিবস উপলক্ষে শনিবার শিলচরে এক বিশাল মশাল মিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। এদিন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার উপস্থিতিতে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কার্গিল যুদ্ধে শহিদ বীরদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এদিন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, শিলচরের বিধায়ক দিপায়ন চক্রবর্তী ও ধলাইর বিধায়ক নিহাররঞ্জন দাস সহ অন্যান্যরা মিছিলে পায়ে পা মেলান। মিছিল শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া সহ দলের অন্যান্য নেতাকর্মীরা কার্গিল বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে ভারতীয় ভূ-খণ্ডকে রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Spread the News
error: Content is protected !!