সোনাইয়ে সহজ জয় ডুংরিপারের
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার জিতল ভুট্টু এফসি (ডুঙরিপার)। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে তারা ৩-০ গোলে হারায় ধোয়ারবন্দ শিববাড়ি এফসি-কে।
ম্যাচ শুরু হওয়ার ১ মিনিটের মধ্যেই ডুংরিপারকে এগিয়ে দেন হইপু। ৩৮ মিনিটে ২-০ করেন ভাসুম। ৪৮ মিনিটে তৃতীয় গোল করে ডুঙরিপারের জয় নিশ্চিত করে দেন এবই। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ভুট্টু এফসি -র এবই। ম্যাচের পর তার হাতে পুরস্কার তুলে দেন সামসুল ইসলাম বড়ভূইয়া ও সেলিম উদ্দিন লস্কর। ক্রীড়াসূচি অনুযায়ী শনিবার কাজিডহর এফসি-র বিপক্ষে খেলবে জামিল এফসি (লোকনাথপুর)।