দোকান ভেঙে ফেলার নোটিশকে এক তরফা সিদ্ধান্ত বলে ক্ষোভ প্রতিবন্ধী বিকাশের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : বৈধ নথিপত্র থাকা সত্বেও কতিপয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দোকানঘর ভেঙে ফেলার শিলচর পুরনিগমের নোটিশকে একতরফা সিদ্ধান্ত বলে ক্ষোভ ব্যক্ত করেন হাইলাকান্দি রোডের বাসিন্দা বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি বিকাশ সিং। শুক্রবার সাংবাদিক ডেকে নোটিশের কথা তুলে ধরে বলেন পিতৃ সম্পত্তি তাঁর দোকানকে অবৈধ ভাবে নির্মাণ ও প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিকাশ সিং শিলচর পুরনিগমের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিকাশ জানান, বৈধ নথিপত্র থাকা সত্বেও কতিপয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিলচর পুর নিগমের তরফে দোকান উচ্ছেদ করার নোটিশ পাঠানো হয়েছে। দোকানটি তাঁর বাবার আমলের এবং সেই দোকান তাঁর নিজস্ব জমির উপর বানানো হয়েছে। তাঁর বাবা বিহারী সিং ২৫ বছর দোকানে ব্যবসা করেছেন। বাবা মৃত্যুর আগে মা স্মৃতিবেলা সিংয়ের নামে জমিটি আইনগতভাবে নামকরণ করেন। বাবার মৃত্যুর পর তিনি ব্যবসায় করে মা, বোন সহ তার পরিবারের জীবন নির্বাহ করে আসছেন। পুরনিগমের তরফে হঠাৎ জারি করা এই নোটিশ পেয়ে প্রতিবন্ধী বিকাশ সিং দিশেহারা হয়ে পড়েছেন। বিকাশ সিং জানান, এক তরফা সিদ্ধান্ত নেয় পুরনিগম কর্তৃপক্ষ। তিনি এও অভিযোগ করে বলেন, অর্থের বিনিময়ে এ কাজ করা হয়েছে। বলেন, কতিপয় ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ জুলাই বৈঠক হয় এবং তাঁকে জানানো হয়েছে অবৈধ নির্মাণে তাঁদের জরিমানা দিতে হবে। কিন্তু ২৪ জুলাই তাঁর হাতে ২১ দিনের ভেতরে দোকান ভেঙে ফেলার নোটিশ পৌঁছে। এতে তিনি ক্ষেপে যান এবং জানান প্রয়োজনে আইনের পথে হাঁটতে বাধ্য হবেন। এও বলেন, আগামী দিনে তিনি সঠিক বিচার পাবেন তাঁর এই দৃঢ় বিশ্বাসও রয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার চান।