সোনাইয়ে টাইব্রেকারে জয়ী এমসিডি কলেজ
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয়ী হল এমসিডি কলেজ সোনাই। বুধবার ১-১ গোলে ড্র থাকলে টাইব্রেকারে হারিয়েছে সন অব সোনাইকে। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলার ১৫ মিনিটে তাহের আহমদ গোল করে এমসিডি কলেজকে এগিয়ে নেন। সমতায় ফিরতে জোর লড়াই করলেও প্রথমার্ধ্বে ব্যর্থ হয় সন অব সোনাই। তবে দ্বিতীয়ার্ধ্বে সফল হয়। ৪১ মিনিটে সাজিদ হোসেন গোল করে দলকে সমতায় নিয়ে আসেন। এরপর গোলের লক্ষ্যে দু্টি দল ঝাঁপিয়ে পড়লেও কোনও দলই গোলের সংখ্যা বাড়াতে পারেনি। অবশেষে নির্ধারিত সময়ে ম্য়াচ ড্র থেকে যায়। টাইব্রেকারে খেলা মিমাংস হয়। ৪-২ গোলে জয়লাভ করে এমডিসি।
খেলার সেরা পুরস্কার পান এমসিডি কলেজের ইমরুজ হোসেন। তাঁর হাতে হাজি রবিজুল হক স্মৃতি পুরস্কার তুলে দেন সোনাই এমসিডি কলেজের অধ্যক্ষ বাহারুল আলম লস্কর ও প্রাক্তন ফুটবলার সুবিনয় দাস।
এ দিন খেলা পরিচালনা করেন জিয়াউল হক, কমরুজ্জামান লস্কর, বুলবুল লস্কর ও মকসুদ আহমদ। আগামীকাল খেলবে ছাত্র মজলিশ ইছারপার ও ইলেভেন ব্রাদার্স সোনাই।