শিলচর ১৭ নম্বর ওয়ার্ডে আতাবুর রহমান লস্করের সমর্থনে মতবিনিময় সভা
বরাক তরঙ্গ, ২১ জুলাই : আসন্ন শিলচর পুর নিগমের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রতিটি ওয়ার্ডেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা।
এই পরিপ্রেক্ষিতে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয় সদ্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত শিলচরের রামনগরের অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের উত্তরগ্ৰামে। সভাটি অনুষ্ঠিত হয় বিজেপির সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক এবং অসম রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাবুর রহমান লস্করের সমর্থনে।

সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁরা তাদের বক্তব্যে আতাবুর রহমানের দীর্ঘদিনের সমাজসেবা ও জনসেবামূলক কার্যকলাপের প্রশংসা করেন এবং এবারের কর্পোরেশন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন জানান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতাবুর রহমান জানান, তিনি ১৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বিজেপির টিকিট প্রত্যাশী। তিনি বলেন, “আজকের এই সভার মূল উদ্দেশ্য ছিল জনগণের মতামত ও দোয়া-আশীর্বাদ নেওয়া। আমি অত্যন্ত খুশি যে এলাকাবাসী আমাকে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন।”

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আতাবুর রহমান জানান, তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও বড় ভাই সমতুল্যরাও এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “গণতন্ত্রে সবাইকেই প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। তবে আমি বিশ্বাস করি জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই সমর্থন করবেন।”
তিনি আরও যোগ করেন, “নির্বাচন একটি আলাদা বিষয়, আর সম্পর্ক আরেকটি বিষয়। নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্ক কখনো নষ্ট হতে দেব না।”
এই সভাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আবহ আরও গতি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।