পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ, শিলচরে প্রতিবাদ এসইউসিআইর
বরাক তরঙ্গ, ২১ জুলাই : পুনর্বাসনের ব্যবস্থা না সরকারি জমি দখলমুক্ত করার নামে অন্যায় ও অমানবিকভাবে উচ্ছেদ করার প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির আহ্বানে রাজ্যের সঙ্গে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। সোমবার শিলচরের শিলংপট্টিস্থিত বিপ্লবী উল্লাস কর দত্তের মূর্তির পাদদেশে বেলা তিনটায় দলের কর্মীরা জমায়েত হয়ে অমানবিক উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ কর, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না, কার স্বার্থে হঠাৎ করে উচ্ছেদ অভিযান চলছে রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, সাধারণ মানুষকে উচ্ছেদ করে তাদের জমি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া চলবে না ইত্যাদি স্লোগানে গোটা এলাকা উত্তাল করে তোলে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত জনতার সামনে বক্তব্য তুলে রাখেন দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী। তিনি বলেন, নিরিহ, নিরপরাধ, অসহায় মানুষগুলোকে কোনও ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই অমানবিক ভাবে বুলডোজার চালিয়ে তিল তিল করে কষ্টার্জিত টাকায় বানানো তাদের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। যাদের নাম এনআরসিতে আছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে, যাদের ভোটে সরকার গঠিত হয়েছে, যে সরকারের দায়িত্ব ছিল পাট্টাহীনদের পাট্টা প্রদান করা তা না করে সরকার আজ তাদেরকে রাস্তায় খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় থাকতে বাধ্য করছে। এই অমানবিক উচ্ছেদ শুধু যে রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন অঞ্চলে হচ্ছে তা নয়, বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলেও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এই জমিগুলোতে সরকারি উদ্যোগে কোন কলকারখানা গড়ে উঠবে না। বরং ব্যক্তিগত মালিকদের হাতে জমিগুলো তুলে দেওয়া হবে। তিনি বলেন, এই ঘটনা থেকে পরিষ্কার যে এই উচ্ছেদ অভিযান দেশের পুঁজিপতিদের স্বার্থে হচ্ছে। ফলে সাধারণ মানুষকে বিভাজন করা হচ্ছে এই সত্যকে আড়াল করার অপচেষ্টা। ফলে রাজ্যের সর্বস্তরের জনগণকে বিভ্রান্ত না হয়ে পুঁজিপতি শ্রেণীর এই চক্রান্তের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার তিনি আহ্বান জানান এবং যে কোন মূল্যেই এই স্বৈরাচারী সরকারের জনবিরোধী, নিষ্ঠুর, অমানবিক উচ্ছেদ অভিযান প্রতিরোধ করার আহ্বান জানান।