কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে (KKHSOU) বাংলা স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তি শুরু

বরাক তরঙ্গ, ২১ জুলাই : কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের (KKHSOU) শিলচর আঞ্চলিক কেন্দ্র, শিলচর-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমএ (বাংলা), এমএ (সংস্কৃত) ও লাইব্রেরি সায়েন্স এর স্নাতক পাঠ্যক্রমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এবং দূরশিক্ষা ব্যুরো (DEB) অনুমোদিত এই পাঠ্যক্রম গুলিতে ভর্তি হতে আগ্রহীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

বিশ্ববিদ্যালয় এর শিলচর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক অধিকর্তা অধ্যাপক অমর ঘোষ জানান, “উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে সম্মান জানাতে এই এম. এ. বাংলা পাঠ্যক্রম টি তৈরী করা হয়েছে। যে সমস্ত শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং এমএ (বাংলা ও সংস্কৃত) বা লাইব্রেরি সায়েন্স এর স্নাতক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তারা আমাদের আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।” তিনি আরও বলেন যে, আবেদনের জন্য বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, www.kkhsou.in-এ পাওয়া যাচ্ছে।

আগ্রহী প্রার্থীরা সরাসরি শিলচর আঞ্চলিক কেন্দ্রে গিয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন এবং আবেদন জমা দিতে পারবেন। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে কোনো জিজ্ঞাস্য থাকলে, আঞ্চলিক কেন্দ্রের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আঞ্চলিক কেন্দ্রের যোগাযোগ করতে ডায়াল করুন ৮৬৩৮৪৬৭২৪৩, ৭৫৭৭৮৮১৬০৯ l এই সুযোগটি ব্যবহার করে অনেক শিক্ষার্থী তাদের বাংলা সাহিত্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। দ্রুত আবেদন করে উপরে উল্লেখিত পাঠ্যক্রম গুলিতে ভর্তি হয়ে উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Spread the News
error: Content is protected !!