শিলকুড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্যাগিং নিয়ে চরম অনিয়ম, ক্ষুব্ধ জনগণ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : শিলকুড়ি ধরমখাল গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অনিয়মের কারণে ৫০ থেকে ৬০টি দরিদ্র পরিবার সরকারি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, প্রায় তিন মাস আগে ধরমখাল জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি অর্জুন দাস এবং জিপি সদস্যা সখি মোহনমালা দাস প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৬০টি পরিবারের বাড়িতে জিও ট্যাগিং করেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের সময় দেখা যায়, ৬০টি পরিবারের পরিবর্তে মাত্র দু’জনের নাম তালিকাভুক্ত হয়েছে। অভিযোগ, এই দু’জন প্রাক্তন সভাপতির আত্মীয়। এর ফলে গ্রামের অন্যান্য দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
স্থানীয়রা আরও জানান, আজ পর্যন্ত শিলকুড়ি ধরমখাল জিপির ৯ নম্বর ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েতের কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাননি। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এই অনিয়মের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।