‘হমাজি’ ত্রিভাষিক মহিলা ষান্মাসিক পত্রিকার ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : সুচরিতা সিংহের সম্পাদিত ‘হমাজি’ ত্রিভাষিক মহিলা ষান্মাসিক পত্রিকার ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় গুয়াহাটিতে। শনিবার গুয়াহাটিতে অসম সাহিত্য সভার ভগবতী প্রসাদ বরুয়া ভবনে হমাজি’র ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরি, বাংলা ও‌ অসমিয়া এই তিনটি ভাষার সমন্বয়ে গঠিত ‘হমাজি’র ষষ্ঠ সংখ্যা উন্মোচন করেন অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক শ্রদ্ধার দেবজিত বরা, বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. দয়ানন্দ পাঠক এবং স্বনামধন্য সাহিত্যিক, লেখক ও ইতিহাসবিদ ড. দয়ানন্দ বরগোঁহাই। এছাড়া এই ম্যাগাজিনে তিনজন বিশিষ্ট ব্যক্তির শুভেচ্ছা বাণীতে হমাজির দীর্ঘায়ু ও শুভকামনার বার্তা পাঠকবৃন্দকে আকর্ষণীয় করে তুলেছে।

'হমাজি' ত্রিভাষিক মহিলা ষান্মাসিক পত্রিকার ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন

অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক শ্রদ্ধার দেবজিত বরা বলেন, সাহিত্যের মাধ্যমে মানবতার উজ্জ্বল প্রতিফলন ঘটানো আজকের দিনে অধিক প্রাসঙ্গিক। হমাজিয়ে ত্রিভাষিক একতা এবং সাহিত্যিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের দিনে এই মুখপত্রটি অধিক গাম্ভীর্যপূর্ণ এবং অতি মূল্যবান বলে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তিনি হমাজির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। বাংলা ভাষার প্রখ্যাত লেখক তথা বাংলাদেশের বিশ্বকবি মঞ্চের আহ্বায়ক পুলক কান্তি ধর বলেন হমাজি একটি নান্দনিক ত্রিভাষিক ষান্মাসিক মহিলা সাহিত্য প্রকাশনা। এক ব্যতিক্রমী প্রকাশ। বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার পাশাপাশি অন্য ভাষার কবিরা তাঁদের মাতৃভাষায় কবিতা লিখে হমাজি প্রকাশনাকে আরও সমৃদ্ধ করেছে। উন্নতমানের কাগজ, মাল্টি কালার ছাপা কবিতার পাশে কবিদের ছবি এবং সাহিত্যে গুণীজনের কথা সব মিলে এই প্রকাশনা আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখবে বলে উনি আশা ব্যক্ত করেন এবং হমাজির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার বিশিষ্ট লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ তথা বাংলাদেশ মণিপুরি ললিতকলা অ্যাকাডেমির উপ-পরিচালক প্রভাসচন্দ্র সিংহ বলেন, কবিতা হচ্ছে জগতের সৌন্দর্য এবং জীবনবোধের ক্ষেত্রে বলিষ্ঠ একটি বিষয়। এই ম্যাগাজিনে তিনটি ভাষার মহিলা কবিদের কবিতা ছাপা হয়ে থাকে যেটি ভরপুর সাহিত্যের ভাণ্ডারে বিশেষ অবদান রাখবে এবং হমাজির অগ্রযাত্রার শ্রীবৃদ্ধি কামনা করেন।

'হমাজি' ত্রিভাষিক মহিলা ষান্মাসিক পত্রিকার ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন

হমাজির সম্পাদক সুচরিতা সিংহ বক্তব্যে তিনি উন্মোচক তিনজন মহান ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক শ্রদ্ধার দেবজিত বরা ডাঙরিয়াকে। উনার বিশেষ তৎপরতায় হমাজি ষষ্ঠ সংখ্যাটি অসম সাহিত্য সভার প্রাঙ্গণে প্রকাশ করার সৌভাগ্য হয়েছে বলে জানান।

'হমাজি' ত্রিভাষিক মহিলা ষান্মাসিক পত্রিকার ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন

হমাজির প্রকাশক পঙ্কজ সিংহ সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন অনেক শুভাকাঙ্ক্ষী তাঁর মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি যুব পরিষদের সম্পাদক প্রদীপ সিংহ, কবি ড. বন্দনা খাটনিয়ার, কবি পূর্ণিমা দাস, কবি নমিতা সিংহ, লেংডন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক রেখা বরগোঁহাই, লেংডন ফাউন্ডেশনের অধ্যক্ষ নিতুল বরগোঁহাই, পুলকেশ সিংহ প্রমুখ। সম্পাদক উনার বক্তব্যে হমাজি স্বার্থক ও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত সকলের আশীর্বাদ কামনা করেন।

Spread the News
error: Content is protected !!