উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আটক মণিপুরের যুবক-যুবতী
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ধলাই থানা এলাকার সদাগ্রাম-সপ্তগ্রাম সীমান্তে এক অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ মণিপুর রাজ্যের দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন মাইকেল ও মারিনা। মারিনার সঙ্গে একটি দুই বছর বয়সী শিশুও রয়েছে।
গোপন সূত্রে খবর খবরের ভিত্তিতে ধলাই থানায় অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরির নেতৃত্বে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের পানিসাগর সেতুর কাছে এমএন০১এস১৫১৯ নম্বরের একটি নীল রঙের ব্রেজা গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি করে ৯৯টি সাবান কেসে ১.৩০০ কেজি’র বেশি সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা।
জানা গেছে, মণিপুরের চূড়াচাঁদপুর থেকে মিজোরাম হয়ে মাদকদ্রব্য অসমে প্রবেশ করছে – এমন গোপন তথ্য পুলিশের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। মাদক ভর্তি সাবান কেসগুলো গাড়ির বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল।
যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে কোনও তথ্য জানায়নি, তবে বিভিন্ন সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। মাদক উদ্ধারের খবর পেয়ে শিলচর থেকে ছুটে আসেন সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশসুপার রজতকুমার পল।