জগন-জিসু স্মরণে বরাকবঙ্গের তিনদিনের কর্মসূচির সূচনা
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : বাঙালি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, মণিপুরি, অসমিয়া ভাষাভাষী মানুষের উপস্থিতিতে শনিবার শহিদ জগন-জিসু স্মরণে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে তিনদিনের কর্মসূচির সূচনা হয়েছে। শহিদ বেদীতে মাল্যদানের পর প্রারম্ভিক বক্তব্য রাখেন জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর।

শহিদ সুদেষ্ণা সিনহা স্মারক বক্তৃতা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপেন্দু দাস। “প্রেক্ষিতে বরাকে ভাষা সংগ্রাম, প্রতিদিনের ১৯: পাঁচিল ভাঙায় অনুবাদ” এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকের প্রজন্মের ভারতীয়দের মধ্যে মাতৃভাষার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। এই জায়গায় অসমিয়া, বাংলা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, হিন্দি বা আরও অন্য সব ভাষাভাষী কেউ কারও বিরোধী শিবিরে নয়। তিনি নতুন ধরনের সংগ্রামে সবাইকে বরং সহযোদ্ধা হতে আহ্বান জানান। তাঁর কথায়, অনুবাদ সাহিত্য সে জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার উপদেষ্টা, অবসরপ্রাপ্ত আইআরএস চন্দ্রকান্ত সিনহা। বিশেষ অতিথি ছিলেন মহাসভার সম্পাদক প্রধান স্বপনকুমার সিনহা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, দূর শিক্ষা কেন্দ্রের আচার্য অধ্যাপক বিভাস রঞ্জন চৌধুরী, গৌরী দত্ত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
