সৈদপুরে বোয়ালজুরে পচাগলা লাশ উদ্ধার, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সৈদপুর এলাকার সাবাজপুরে বোয়ালজুর খালে পচাগলা মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। শনিবার সকালে সৈয়দপুর প্রথম খণ্ডের সাবাজপুর এলাকায় বোয়ালজুর থেকে এক অজ্ঞাত পরিচয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা খালের পাশে মৃতদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃতদেহটি অন্তত দুই-একদিন আগের হতে পারে।
প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে, দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এটি একটি পরিকল্পিত খুনও হতে পারে।
ঘটনার পেছনে লুকিয়ে আছে কি কোনও রহস্য? তারই সন্ধানে এখন তদন্তে নেমেছে প্রশাসন।