সিআরপিএফের শিলচর গ্রুপ সেন্টার, রেঞ্জ সদর দপ্তর জিরিবামের দায়িত্বে উপ-মহাপরিদর্শক বিষ্ণু গৌতম

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : সিআরপিএফের শিলচর গ্রুপ সেন্টার, শিলচর রেঞ্জ সদর দপ্তর এবং রেঞ্জ সদর দপ্তর (অপারেশনাল), জিরিবাম-এর দায়িত্ব গ্রহণ করেছেন উপ-মহাপরিদর্শক বিষ্ণু গৌতম। বিষ্ণু গৌতম একজন অভিজ্ঞ অফিসার, যিনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগতভাবে স্পর্শকাতর এলাকায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মস্থলগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, রাজস্থান, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ, মেঘালয়, ঝাড়খণ্ড এবং দিল্লি, যেখানে তিনি আইন শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। গত ৬ জুলাই থেকে এই দায়িত্ব পালন শুরু করেন।

Spread the News
error: Content is protected !!