অধ্যাপকের যৌন হেনস্থায় আত্মহত্যা ছাত্রীর, কাল ওড়িশা বনধের ডাক

১৬ জুলাই : ওড়িশা বনধ ডাকল সিপিএম, কংগ্রেস, বিজেডি সহ আটটি দল। রাজ্যজুড়ে ১৭ জুলাই ‘ওড়িশা বনধ’-এর ডাক দিয়েছে ।

অধ্যাপকের যৌন হেনস্থায় আত্মহত্যা ছাত্রীর, কাল ওড়িশা বনধের ডাক

অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harassment) বিচার না পেয়ে কলেজ ক্যাম্পাসেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ওড়িশার এক তরুণী। গায়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল নিমেষের মধ্যে। পুড়ে গিয়েছিল শরীরের ৯০ ভাগ অংশ। তারপরেও ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কিন্তু হল না শেষরক্ষা। সোমবার জীবনের লড়াইয়ে হেরে গেলেন কলেজ ছাত্রী।

অধ্যাপকের যৌন হেনস্থায় আত্মহত্যা ছাত্রীর, কাল ওড়িশা বনধের ডাক

এদিকে, এই ঘটনার পর শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ দাবি করেছে একাধিক বিরোধী দল। সিপিএম, কংগ্রেস, বিজেডি সহ মোট আটটি দল যৌথভাবে রাজ্যজুড়ে ১৭ জুলাই ‘ওড়িশা বনধ’-এর ডাক দিয়েছে বলে খবর। ছাত্রীর মৃত্যুর পূর্ণাঙ্গ বিচারবিভাগীয় তদন্ত এবং দায়ী ব্যক্তিদের কড়া শাস্তির দাবিও জানিয়েছে প্রতিবাদীরা।

Spread the News
error: Content is protected !!