স্বামীকে খুন করে ঘরের ভেতর পুঁতে রাখলেন স্ত্রী, ১৬ দিন পর আত্মসমর্পণ

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : খুন করে ঘরের ভেতর স্বামীর নিথর দেহ পুঁতে রেখে ১৬ দিন কাটালেন স্ত্রী। এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে গুয়াহাটি জালুকবাড়িতে। স্বামীকে হত্যা করে স্ত্রী ঘরের ভেতরে ৪ ফুট গভীর গর্তে লাশ পুঁতে রাখে। অবশেষে ১৪ দিন পর পুলিশে আত্মসমর্পণ করেন মহিলা। রহিমা খাতুন (২৮) নামে মহিলা স্বামীকে হত্যা করেন।

স্বামীকে খুন করে ঘরের ভেতর পুঁতে রাখলেন স্ত্রী, ১৬ দিন পর আত্মসমর্পণ

২৬ জুন সবিয়াল রহমানকে খুন করেন রহিমা। এরপর ঘটনাটি পাঁচকান হওয়ার আগেই ঘরের ভেতর গর্ত করে পুঁতে রাখেন। হত্যাকাণ্ডের ১৬ দিন পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। রহিমা আত্মসমর্পণের পর পুলিশ একটি গর্ত খুঁড়ে সবিয়ালের লাশ উদ্ধার করে। এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ রহিমাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Author

Spread the News