লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০টি পুরস্কার অর্জন শিলচর ভ্যালি ভিউর
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ গুয়াহাটির এক অভিাত হোটেলে অনুষ্ঠিত হয় লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি অ্যাওয়ার্ড সেরিমনি (২০২৪-২৫)। মোট ২০টি পুরস্কার অর্জন করেছে শিলচর ভ্যালি ভিউ। যার মধ্যে রয়েছে সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত ‘One District One Activity’ বিভাগে ১০টি প্রথম পুরস্কার, পাশাপাশি সেরা সভাপতি বন্দিতা ত্রিবেদী রায়, সেরা সচিব ডাঃ অনুপ রায় এবং নিজ ক্যাটেগরিতে সেরা ক্লাব পুরস্কার। পাশাপাশি গত ডিস্ট্রিক্ট কনফারেন্সে ৫ ও ৬ এপ্রিল গুয়াহাটিতে ক্লাব ভ্যালি ভিউ ব্যানার প্রেজেন্টেশন এবং ফটো এক্সিবিশন-এ প্রথম স্থান অর্জন করেছিল, সেগুলোর পুরস্কারও এই অনুষ্ঠানে প্রদান করা হয়।

এছাড়াও, ক্লাব ভ্যালি ভিউ ৩টি হাঙ্গার প্রোজেক্ট এবং রক্তদান সেবা-তেও প্রথম স্থান লাভ করেছে। ক্লাবের গাইডিং লায়নস সঞ্জীব রায় এবং রীতা চক্রবর্তী তথা ক্লাব এক্সটেনশন চেয়ারপারসন সব্যসাচী রুদ্র গুপ্ত ও শংকর চক্রবর্তী জানিয়েছেন, এই অসাধারণ অর্জনগুলি সম্ভব হয়েছে ক্লাবের সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন ও সমাজ ও জাতির প্রতি কাজ করার অদম্য ইচ্ছাশক্তির কারণে। ক্লাব ভ্যালি ভিউ বিশ্বাস করে “যেখানে প্রয়োজন, সেখানে লায়ন।”

এই ক্লাবের সদস্যরা ‘Lions Clubs International’-এর গর্বিত সৈনিক এবং সদাই সৈনিক হয়ে কাজ করতে ভালো বাসেন। ক্লাবের উপসভাপতি সায়েদ আহমেদ বরভূইয়া প্রাক্তন গভর্নর সীমা গোয়েঙ্কা-কে ‘লায়নিস্টিক ইয়ার ২০২৪-২৫-এ’ সফল ভাবে পরিচালনার জন্য শ্রদ্ধা ও গর্বের অভিনন্দন জানিয়েছেন।