বিদেশি অপসংস্কৃতি নয়, শেকড়কে আঁকড়ে ধরতে হবে : ডাঃ শতভিষা
রাষ্ট্র সেবিকা সমিতির শিক্ষাবর্গের সমাপন সমারোহ মাধবধামে
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : রাষ্ট্র সেবিকা সমিতি দক্ষিণ অসম প্রান্তের শিক্ষাবর্গ শেষ হল রবিবার। এ দিন ছিল সমাপন সমারোহ। প্রসঙ্গত, শ্রীগৌরীর মাধবধামে ২৮ জুন থেকে শুরু হয়েছিল সমিতির শিক্ষাবর্গ-প্রবেশ ও প্রবোধ। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ শতভিষা চক্রবর্তী রায়চৌধুরী। তিনি আসাম ইউনিভার্সিটির সিনিয়র মেডিক্যাল অফিসার। ডাঃ শতভিষা বলেন, আজকের দিনে সমাজ জীবন ভীষণ ভাবে অসহিষ্ণু। নব প্রজন্ম যেন সামান্য প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে পারে না। তাঁদের জীবন নিয়ে রীতিমতো চাপে থাকে তাঁরা। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমাদের সেই পর্ম্পরাগত সংস্কৃতির স্মরণ, মনন এবং আচরনের মাধ্যমেই আমরা সমস্ত বাধা বিপত্তির মোকাবিলা করতে পারব। আর এই গুরুদায়িত্ব কিন্তু নিতে হবে সমাজের মায়েদেরই। মায়ের কাছে থেকেই শিশুর শিক্ষা শুরু হয়। বিদেশি অপসংস্কৃতির জাতাকলে পিষ্ট না হয়ে শেকড়কে আঁকড়ে ধরতে হবে। তবেই, আমাদের নিজস্ব সনাতন সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পারব।

সেবিকা সমিতির অখিল ভারতীয় সহ-সেবা প্রমুখ সুপর্ণা দে’র কথায়, সবাইকে আপন করার সংস্কৃতি ভারতের। সবাইকে নিয়ে চলার মানসিকতা শেখায় আমাদের সনাতন সংস্কৃতি। ভিন্ন পথ হলেও উদ্দেশ্য এক আমাদের। আর সেটা হল মাতৃভূমির কল্যাণ কামনা ও মহিলাদের মাধ্যমে সম্পূর্ণ সমাজের সংগঠন। শাখা পদ্ধতিতেই সংস্কারের কাজ চলে সমিতির। সমস্ত বিশ্ব আজ ভারতের দিকে তাঁকিয়ে আছে। ভারত বিশ্বকে পথ দেখাবে। এই জায়গায় অনন্য নজির সৃষ্টি করতে হলে কিন্তু আমাদের আরও সক্ষম হতে হবে। হতে হবে আত্ম প্রত্যয়ী। আর মাতৃশক্তির মাধ্যমেই তা সম্ভব।
