তারাপুরের লক্ষ্মীধর রোড সহ ড্রেন নির্মাণ কাজের শিলান্যাস দীপায়নের

বরাক তরঙ্গ, ১২ জুলাই : শিলচর শিলচর তারাপুরের লক্ষ্মীধর রোডের মুখ্যমন্ত্রীর ‘নগরিয়া পকি পথ’ নির্মাণ প্রকল্পের অধীনে ২০২৩-২৪ সালের অর্থবছরের ৬০ লক্ষ টাকা ব্যয়ে ব্লকের রাস্তা সহ দুই পাশে আরসিসি ড্রেনের কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জমাজল মুক্ত রাস্তাঘাট পাওয়ার জনগণের মৌলিক অধিকার, এই অধিকারকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার সরকার কাজ করে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর ‘নগরিয়া পকি পথ নির্মাণ’ প্রকল্পের অধীনে শিলচর শহরের বিভিন্ন সড়ক সহ ড্রেন নির্মাণ হয়েছে এবং আগামীতেও হবে। মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা‌র সরকার হল উন্নয়নের সরকার।

এদিন অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন  সভাপতি বাবুল হোড় ও বর্তমান সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা, হীরক চৌধুরী, কাছাড় জেলার পূর্ত বিভাগের এসডিও সাহাব উদ্দিন মজুমদার ও উক্ত কাজটির বরাদ্দকৃত ঠিকাদার অম্বারিশ রায় প্রমুখ।

Spread the News
error: Content is protected !!