মণ্ডল সভাপতিকে দূরে রেখে জেলা বিজেপির হস্তক্ষেপে শিলডুবি পঞ্চায়েত বডি গঠিত

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জুলাই : কল রেকর্ডিং ভাইরাল হওয়ার পরেই  শিলডুবি জিপি গঠন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল চাতলা মণ্ডল বিজেপি সভাপতি মানব সিংকে। তাঁর অনুপস্থিতিতে জেলা বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে শিলডুবি জিপির বডি গঠিত হল। অনেক টালবাহানা ও জল্পনা কল্পনা শেষে শিলডুবি জিপির সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সুনাম রায়। সহ-সভাপতি সুরজ রায়। উপস্থিত ছিলেন বিজেপি চাতলা মণ্ডলের ইনচার্জ সভাপতি সূর্য্যপ্রসাদ গৌড় ও রাজ্য বিজেপির সদস্য প্রদীপ দাস। এছাড়াও ছিলেন বিজেপির চাতলা মণ্ডল প্রভারি ধ্রুব ভট্টাচার্য, জেলা বিজেপি সহ-সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার ও জেলা বিজেপির কার্যকরী সদস্য ভোলানাথ যাদব।

একটি কল রেকর্ডিং ভাইরাল হওয়ার ঘটনা নিয়ে এই জিপির পঞ্চায়েত ভোট গঠন প্রক্রিয়ায় অনেক বিতর্ক দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত জেলা বিজেপির হস্তক্ষেপে দলের পছন্দের প্রার্থী সভাপতি হলেন। চাতলা মণ্ডল বিজেপি সভাপতি মানব সিংহের ভূমিকা নিয়োগ প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। স্থানীয় বিজেপি কর্মীরা মণ্ডল সভাপতির ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ।

প্রতিটি জিপিতে তিনি তার পছন্দের  প্রার্থীকে সভাপতি করতে চাইছিলেন। এ নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। পরিস্থিতি একটা সময় এমন জায়গায় পৌঁছে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গেও তার সংঘাত বাঁধে। যেখানে জেলা নেতৃত্ব একজনকে সভাপতি করার দায়িত্ব দিয়েছেন সেখানে বাগড়া দিচ্ছিলেন মানব। যার ফলে শিলডুবি জিপি সভাপতির প্রতিনিধি দীপু রায়ের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে  তাতে  শোনা যায় মানব সিং বলছেন তিনি না চাইলে জেলা সভাপতির ক্ষমতা নেই কাউকে সভাপতি বানানোর। আর এই কল রেকর্ডিং ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। তিনি শিলডুবি জিপি গঠন করতে নির্দেশ দেন চাতলা মণ্ডল প্রভারী ধ্রুব ভট্টাচার্যকে। একই সঙ্গে যুক্ত করা হয় জেলা বিজেপির কার্যকারী সদস্য ভোলানাথ যাদবকে। দায়িত্ব দেওয়া হয় জেলা বিজেপির সহ-সভাপতি কঙ্কন নারায়ণ শিকদারকে। এই তিনজনের মণ্ডলের ইনচার্জ সূর্যকুমার গৌড় ও মহাবীর গোয়ালার প্রচেষ্টায় এই জিপি গঠিত হয়। এই মণ্ডলে আরও দুইটি জিপি গঠনে বিজেপি ব্যর্থ হয়েছে মূলত মানব সিংহের কার্যকলাপে। স্থানীয় বিজেপি কর্মী মহলে এনিয়ে নিয়ে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ বিষয়ে ইতিমধ্যে জেলা সভাপতির কাছে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন।

Author

Spread the News