সোনাই কেন্দ্রে গ্রীষ্মকালীন কর্মশালার সূচনা

বরাক তরঙ্গ, ১১ জুলাই : শুরু হল সোনাই কেন্দ্রে গ্রীষ্মকালীন কর্মশালা। শুক্রবার কচুদরম আরডি হায়ার সেকেন্ডারি স্কুলে উত্তর কৃষ্ণপুর ইন্দিরা ক্লাব আয়োজিত এবং অসম সরকারের সাংস্কৃতিক বিষয়ক বিভাগ দ্বারা পরিচালিত কর্মশালার সূচনা আমন্ত্রিত অতিথিরা। আগামী ১৫ দিনব্যাপী চলবে এই কর্মশালা। মূলত এই কর্মশালার মাধ্যমে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ও সৃজনশীল দক্ষতাকে বিকশিত করার প্রয়াস। কর্মশালায় যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রীর আগ্রহ পরিলক্ষিত হয়। তারা তাদের নশম নিবন্ধন সম্পন্ন করেছে। সূচনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যোগাসন অনুষ্ঠিত হয়।

সোনাই কেন্দ্রে গ্রীষ্মকালীন কর্মশালার সূচনা

এ দিনের সুচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মাননীয় বিধায়কের মনোনীত প্রতিনিধি খালেদ হোসেন লস্কর,  কচুদরম জিপি সভাপতি, আপু কুমার দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কাদির আহমেদ লস্কর, গ্রুপ সদস্য মিজানুর রহমান লস্কর, অধ্যক্ষ জসিম উদ্দিন লস্কর,  বিদ্যালয় পরিচালন কমিটির  সদস্যবৃন্দ এবং  শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ।

সোনাই কেন্দ্রে গ্রীষ্মকালীন কর্মশালার সূচনা

Author

Spread the News