ধর্মনগরে চার বাংলাদেশি মহিলা সহ দুই ভারতীয় দালাল আটক
বরাক তরঙ্গ, ১১ জুলাই : ফের উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। গোপন সূত্রে পাওয়া খবরে এক অভিযান চালিয়ে চার বাংলাদেশি মহিলা এবং দুই ভারতীয় দালালকে আটক করেছে বিএসএফ-এর গোয়েন্দা শাখা। বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটার সময় ধর্মনগর আইএসবিটি এলাকা থেকে এই অভিযান চালানো হয়।এদিন বিশেষ সূত্রের ভিত্তিতে বিএসএফ গোয়েন্দা শাখা অভিযানে নামে এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে চারজন বাংলাদেশি মহিলা, যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও আটক করা হয়েছে দুই ভারতীয় দালাল, যারা এই বেআইনি অনুপ্রবেশে সহায়তা করছিল বলে অনুমান করা হচ্ছে। ধৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে চারজন হলেন—কুমিল্লা জেলার বর্ণামুলার আরজিনা শেখ, নয়ন বাজারের লিমা আক্তার, বরিশাল জেলার রিয়া বেগম, একজনের নাম জানা যায়নি। ভারতীয় দালালরা হলেন উতর ত্রিপুরার ধর্মনগরের শনিছড়া এলাকার সালমান উদ্দিন, সিপাহিজলার বিশালগড় এলাকার মিনাল হোসেন।
এদিকে ধৃতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অনুপ্রবেশ, বেআইনি সহযোগিতা ও জাতীয় নিরাপত্তা আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তাদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হতে পারে।