দিনব্যাপী ধর্মীয় কার্যক্রমের মধ্যে শিলচর শঙ্কর মঠ ও মিশনে গুরু পূর্ণিমা উৎসব

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণিস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনে সবধরনের সনাতনী ধর্মীয় নীতি ও নিয়ম অনুযায়ী শ্রীশ্রী গুরু পূর্ণিমা উৎসব পালন। বক্তব্যে শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন,শুধু হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্ম মতেও গুরু পূর্ণিমার মাহাত্ম্য যথেষ্ট ৷ জানা যায়, বোধিজ্ঞান লাভের পরে এই আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে, ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষির সাতজন ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গীরা, পুলস্থ্য, মরীচি এবং ক্রতু হলেন তাঁর প্রথম শিষ্য ৷ শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন এবং এই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন বলে শাস্ত্র অনুযায়ী জানা যায়। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে। দূপূরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত আত্মানন্দ ব্রহ্মচারী,সভাপতি রঞ্জিত মিত্র, সম্পাদক বিপ্লব কুমার দে, সহ-সভাপতি রামু দেবনাথ,বিউটি দে, শিখা দে, সুমন মিত্র, নিউটন মিত্র, কাবুল মিত্র, প্রণব দত্ত, রতন দে, রুদ্র প্রতাপ চৌধুরী, স্নেহা দে, বিকি রায় প্রমুখ।

Author

Spread the News