ধামাইল সংস্কৃতিকে বিকৃত করে ভিডিও তৈরি, তীব্র প্রতিবাদ ঈগলের
বরাক তরঙ্গ, ১০ জুলাই : বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি ধামাইল নিয়ে সামাজিক মাধ্যমে ধামাইলকে বিকৃত করে হাস্যকর উপস্থাপনা করার তীব্র প্রতিবাদ জানালেন ঈগল মিউসিক শিলচর এর কর্ণধার সমরজিৎ দে। তিনি বলেন, “ধামাইল কোনও তামাশা করার বিষয় নয়, এটি আমাদের মাটি, ইতিহাস এবং নারীর সম্মানের প্রতীক।” এও বলেন, “যাঁরা এই গানকে বিকৃত করছেন, তারা শুধুই একটি সংস্কৃতিকে আঘাত করছেন না, আঘাত করছেন আমাদের আত্মপরিচয়কে।” বলেন, যদি ধামাইলের বিকৃতি করা বন্ধ না করেন আইনের পথে হাঁটতে বাধ্য হবে ঈগল মিউসিক।
তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ভিডিওকে সমর্থন না করেন এবং আসল ধামাইল সংস্কৃতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন।