উচ্ছেদ : মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসের

বরাক তরঙ্গ, ১০ জুলাই : পুনর্বাসনের ব্যবস্থা না করে অমানবিক উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘন এবং অসাংবিধানিক ধুবড়ি ও গোয়ালপাড়া জেলার সরকারি উচ্ছেদ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার তথা মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি জানাল বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস।

সম্প্রতি অসমের ধুবড়ি ও গোয়ালপাড়া জেলায় রাজ্য সরকার দ্বারা গণউচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২৫০০ পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে। ২৫০টি বুলডোজার ব্যবহার করে তাঁদের বাসস্থান, ধর্মীয় প্রতিষ্ঠান সব গুড়িয়ে দেওয়া হয়েছে। নিতান্তই গরীব ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর এধরনের অমানবিক সরকারি পদক্ষেপের প্রতিবাদে সরব হল বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস।

এক প্রেস বার্তায় এই সংস্থার মুখ্য সংযোজক কল্পার্ণব গুপ্ত বলেন, বৃহৎ সংখ্যক পুলিশ এবং বুলডোজার ব্যবহার করে প্রান্তিক মানুষদের যেভাবে উচ্ছেদ করা হয়েছে তা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক রাষ্ট্রের যে কল্যাণকামী ভূমিকা সংবিধান সম্মত তার পরিপন্থী। তিনি বলেন, যাদের উচ্ছেদ করা হয়েছে তাঁরা এদেশের বৈধ নাগরিক। অবৈধ দখলদার হিসেবে তাঁদের চিহ্নিত করে যেভাবে আগ্রাসন চালানো হয়েছে তা যে ভাষা ও ধর্ম ভিত্তিক বিদ্বেষ প্রসূত তাতে কোন সন্দেহ নেই। সংস্থার আহ্বায়ক দায়েদ হোসেন বড়ভূইয়া বলেন, কোন নির্বাচিত সরকারের এই ধরনের বিদ্বেষী মনোভাব কখনোই একটি রাজ্যের বা রাষ্ট্রের মঙ্গল ডেকে আনবে না এবং আগামীতে আরো সংঘাতের  কারণ হবে। তাই অবিলম্বে এইধরনের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

উচ্ছেদ : মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসের

আহ্বায়ক ড. সীমা ঘোষ বলেন, উচ্ছেদ করা এই জমি ৪০০০০ কোটি টাকার একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে। একটি কর্পোরেট সংস্থার ব্যাবসা বৃদ্ধির লক্ষ্যে হাজার হাজার প্রান্তিক মানুষদের বাস্তুহারা করা কোনভাবেই সমর্থন যোগ্য নয়। এটি রাষ্ট্র তথা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘণের নির্লজ্জ নজির। তিনি বলেন, অবিলম্বে বাস্তুচ্যুত এইসব পরিবারের পুনর্বাসনের বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে এই ব্যাপারে অবিলম্বে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন তথা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Author

Spread the News