আজ পাহাড় লাইনে চলবে বিশেষ ট্রেন
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : পাহাড় লাইনে অর্থাৎ শিলচর-লামডিং রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শিলচর-গুয়াহাটি এবং গুয়াহাটি-আগরতলার মধ্যে একমুখী বিশেষ ট্রেন চালানো হবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় নিরসনের লক্ষ্যে ট্রেন নং ০৫৬১৬ (শিলচর-গুয়াহাটি) এবং ট্রেন নং ০৫৬১৯ (গুয়াহাটি-আগরতলা) একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
ট্রেন নং ০৫৬১৬ (শিলচর-গুয়াহাটি) শিলচর থেকে দুপুর ১২.০০ টায় ছেড়ে গুয়াহাটি পৌঁছাবে ৯-৩০ টায়। আরেকটি, একমুখী বিশেষ ট্রেন নং ০৫৬১৯ (গুয়াহাটি-আগরতলা) গুয়াহাটি থেকে দুপুর ১২ টায় ছেড়ে পরের দিন ০৩-৩০ টায় আগরতলা পৌঁছাবে। এই ট্রেনগুলির গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে স্টপেজ থাকবে।
