‘লিভ ইন রিলেশন’ গুয়াহাটিতে চাঞ্চল্যকর ঘটনা, ঝুলন্ত উদ্ধার যুবক, হাসপাতালে প্রেমিকা
বরাক তরঙ্গ, ১০ জুলাই : গুয়াহাটি মহানগরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ‘লিভ ইন রিলেশন’ এক প্রেমিক যুগলের ঘরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কাহিলিপাড়ার কল্যাণনগরে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে ছিল দু’জন।
জানা যায়, প্রেমিক, নবজ্যোতি তালুকদার, ভাড়া করা স্থানে একটি চরম সিদ্ধান্ত নেন। প্রথমে প্রেমিকাকে একটি ঘরে আবদ্ধ করে রাখেন। পরে নবজ্যোতি তালুকদারের সিদ্ধান্ত অনুযায়ী, তিনি নিজের জীবন শেষ করে দেন।
ঘটনার সঙ্গে সঙ্গেই তরুণী পুলিশকে অবহিত করেন। তবে, পরবর্তী মুহূর্তে, তরুণটি নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত তরুণী ইতিমধ্যেই গুয়াহাটি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্রের খবর, তাদের সম্পর্কের সংঘাতের কারণে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। তারা এক বছর ধরে ভাড়া করা বাড়িতে বসবাস করছিল।
এদিকে, নবজ্যোতি তালুকদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, তরুণীটি হাসপাতালে দু’জনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কথা স্বীকার করেছেন।