ধর্মঘট সফল করতে পিকেটিং এসইউসিআই কর্মীদের

বরাক তরঙ্গ, ৯ জুলাই : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলোর আহুত ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থন জানিয়ে এসইউসিআই (কমিউনিস্ট) দলের সদস্যরা পিকেটিঙে অংশ গ্রহণ করে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক- কৃষক তথা জনবিরোধী নীতির ফলে দেশের মানুষের জীবন আজ দুর্বিসহ। সরকার শ্রমিকের কষ্টার্জিত আইনি অধিকার কেড়ে নিয়ে নূতন শ্রমকোডের মাধ্যমে শ্রমিক শোষণের হাতিয়ার একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। আকাশছোঁয়া দ্রব্যমূল্যবৃদ্ধি, মজুরি হ্রাস, বেকারত্ব, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি মালিকানায় হস্তান্তর, পুঁজিপতিদের কর মকুব করে সাধারণ মানুষের উপর উপর্যুপরি কর চাপানো, সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি সহ দেশের সংবিধান বিরোধী কার্যকলাপ, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ সহ জঘন্য কার্যকলাপের মাধ্যমে নজিরবিহীন জনবিরোধী শাসন ব্যবস্থা কায়েম করেছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, কৃষক সংগঠনগুলি আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করে তুলতে শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সমূহের সামনে পিকেটিং করে। জেলা কমিশনার কার্যালয় থেকে মিছিল করে আন্দোলনকারী শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পথ অবরোধ করে। পুলিশ প্রশাসন সেখান থেকে পিকেটারদের গ্রেফতার করে প্রথমে সদর থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে শিলং পট্টিস্থিত ছোট লাল শেঠ স্কুলে স্থানান্তরিত করে।

ধর্মঘটের দাবিসমূহ- অবিলম্বে ৪টি শ্রমকোড বাতিল করা; জাতীয় স্তরে সমস্ত সংগঠিত, অসংগঠিত, ঠিকা শ্রমিক, চা-শ্রমিক, প্রকল্প কর্মীদের ২৬০০০/- টাকা ন্যূনতম মাসিক মজুরি ঘোষণা করা; ন্যূনতম পেনশন ৯০০০/- টাকা ঘোষণা করা, সমস্ত প্রকল্প কর্মীদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা; ঠিকা শ্রমিক নিয়োগ প্রথা বাতিল করা; কর্মচারীদের পুরোনো পেনশন বহাল করা, নূতন পেনশন ব্যবস্থা ইউপিএ,  এনপিএ বাতিল করা;  গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বোনাসের ঊর্ধ্বসীমা বাতিল করা; ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দরখাস্তের ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করা; মূল্যবৃদ্ধি রোধ করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে, ঔষধে, জীবনবিমা, স্বাস্থ্যবিমা ইত্যাদিতে জিএসটি প্রত্যাহার, পেট্রোপণ্যে, রান্নার গ্যাসে কেন্দ্রীয় কর প্রত্যাহার এবং খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা; রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিরাষ্ট্রীয়করণ বন্ধ করা, সহ দফা দাবিতে এই ধর্মঘট আহ্বান জানানো হয়েছে। পুলিশ শতাধিক পিকেটারদেরকে গ্রেফতার করে। গ্রেফতার করা পিকেটারদের মধ্যে ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের পক্ষে সুব্রত নাথ, হায়দর হোসেন চৌধুরী, বিদ্যুৎ দেব, সুরজিৎ ঘোষ, দুলালী গাঙ্গুলি প্রমুখ।

এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি এই ধর্মঘটে অংশগ্রহণকারী সকল সদস্য -সদস্যা এবং জনগণকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন। দল শ্রমিক-কৃষক, ছাত্র -যুবক সহ সমস্ত মেহনতি মানুষের কাছে  কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

Author

Spread the News