ডিমাপুর সহ বহু অঞ্চল প্লাবিত, উদ্ধার ৩৩জনকে

বরাক তরঙ্গ, ৯ জুলাই : নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে অবিরাম ভারি বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রাকে স্থবির করে দিয়েছে। বন্যার কবলে পড়েছে ডিমাপুর সহ বহু গ্রাম-শহর। বেশ কয়েকটি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন।

ডিমাপুর সহ বহু অঞ্চল প্লাবিত, উদ্ধার ৩৩জনকে

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হল বার্মা ক্যাম্প, সুপার মার্কেট, ভিলহুম কলোনি, হাফ নগরজন, নেতাজি কলোনি, রিভার বেল্ট কলোনি, এবং বোরলিংরি এলাকার কিছু অংশ ইত্যাদি।

ডিমাপুর সহ বহু অঞ্চল প্লাবিত, উদ্ধার ৩৩জনকে

হাফ নগরজনের প্রধান রাস্তা দুই থেকে তিন ফুট জলের নিচে ডুবে রয়েছে, যা তীব্র যানজট সৃষ্টি করেছে। এদিকে, আসম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর ইউনিটগুলি, এসডিআরএফ বাহিনী যৌথ অভিযানে ডিমাপুরের ভিলহুম কলোনি এবং এসএম কলোনির প্লাবিত এলাকায় বন্যা ত্রাণ কলাম মোতায়েন করে। একসঙ্গে, তাঁরা ৩৩ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করে। প্রয়োজনীয় চিকিৎসা এবং সহায়তা প্রদানের জন্য একটি চিকিৎসা কর্মীদের দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

Author

Spread the News