পঞ্জাবাড়ি মসজিদে শূকরের মাংসকাণ্ড : আটক যুবক, তথ্য উন্মোচন
বরাক তরঙ্গ, ৯ জুলাই : গুয়াহাটি পঞ্জাবাড়ি মসজিদে শূকরের মাংস ফেলে যাওয়া ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে। দিসপুর পুলিশ মৃদুপবন পাঠক নামে যুবককে আটক করেছে। জানা গেছে যে যুবকটি বরপেটার বাসিন্দা। গ্রেফতারের পর রহস্যও উন্মোচন হল।
মঙ্গলবার গুয়াহাটি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একজন অজ্ঞাত স্কুটি চালক মসজিদের দিকে একটি শূকরের মাংসের ব্যাগ ছুঁড়ে মারে। দুষ্কৃতীটি ফকরুদ্দিন আলি আহমেদ রোডের কোণে অবস্থিত মসজিদটিকে লক্ষ্যবস্তু করে শূকরের মাংসের ব্যাগটি ছুঁড়ে দেয়।
তবে, উল্লেখযোগ্যভাবে, একটি তরুণীর নাম এবং ফোন নম্বর শূকরের মাংসের প্যাকেটে পাওয়া গেছে। এলাকায় সংগৃহীত সিসিটিভি ফুটেজ স্পষ্টভাবে একটি দুষ্কৃতিকারীর স্কুটি করে এই পাশের রাস্তায় প্রবেশের গতিবিধি দেখিয়েছে। দিসপুর পুলিশ নিউ গুয়াহাটির যুবতীকে জিজ্ঞাসাবাদ চালায়।

দিসপুরের তদন্তকারী কর্মকর্তা সন্দেহ করছেন, ওই তরুণীর সম্পর্ক রয়েছে যুবকের। তরুণীর মতে, সে মসজিদে শূকরের মাংস ফেলার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত। পুলিশের কাছে দাবি করেছে যে চিঠির হাতে লেখা তার নয়।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তরুণীটির আগে যুবকের সঙ্গে একটি সম্পর্ক ছিল। পুলিশ সন্দেহ প্রকাশ করেছে যে এই ঘটনাটি তরুণীটিকে বদনাম করার জন্য পরিকল্পিত হয়েছে। উল্লেখ্য, পুরানবস্তি মসজিদ কমিটি শূকরের মাংস ফেলার বিষয়ে দিসপুর পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছিল।