কৰ্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা ও জীবন সুরক্ষার দাবি বার্তাজীবী সংঘের

বরাক তরঙ্গ, ৮ জুলাই : হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে একটি স্মারকলিপি পাঠিয়ে রাজ্যের কৰ্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা এবং জীবন সুরক্ষার দাবি জানিয়েছে। এই স্মারকলিপি জেলা কমিশনার মারফৎ পাঠানো হয়। সংগঠনের সভাপতি অনিন্দ্যকুমার নাথ এবং সম্পাদক অনুপম সিংহ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন, যা গভীর উদ্বেগের বিষয়।

সাংবাদিকদের ওপর বারংবার হওয়া এই ধরনের আক্রমণ তাঁদের প্রতিনিয়ত আতঙ্ক এবং জীবনের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় যাঁরা আক্রমণের মুখে পড়ছেন, তাঁদের জন্য অবিলম্বে উপযুক্ত সুরক্ষা বিধান করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় একটি কঠোর ও কার্যকর আইন প্রণয়নের দাবি জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। পাশাপাশি, দায়িত্বরত সাংবাদিকদের জন্য ‘সাংবাদিক সুরক্ষা আইন’ দ্রুত প্রণয়ন করার জন্যও আহ্বান জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতি। এতে বলা হয়েছে, সাংবাদিক নিগ্রহের ঘটনাগুলিকে রোধ করার পাশাপাশি এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। এই দাবির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংঘের সর্বভারতীয় সদস্য রাহুল চক্রবর্তী, জেলা কোষাধ্যক্ষ প্রভাঞ্জন মালাকার, কুণাল সেন, সুরজিৎ দে, রামধন দাস, বিধান সেন, অরূপ সেন, মোস্তফা আহমদ, প্রণব দাসসহ অন্যান্যরা। উল্লেখযোগ্যভাবে, অসম বার্তাজীবী সংঘের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার রাজ্যের প্রতিটি জেলা থেকে জেলা কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একই ধরণের স্মারকলিপি পেশ করেছে।

Author

Spread the News