বিমানবন্দরে সংবর্ধনায় ভাসলেন আমিনুল হক ও হাফিজ রশিদ

বরাক তরঙ্গ, ৮ জুলাই : অসম প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে শিলচর বিমানবন্দরে পৌঁছে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী ও আমিনুল হক লস্কর। মঙ্গলবার দুই নেতা বাড়ি ফিরেন। গুয়াহাটি থেকে শিলচরে পৌঁছেন। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মী ও সমর্থকরা উষ্ণ সংবর্ধনা জানান।

বিমানবন্দরে সংবর্ধনায় ভাসলেন আমিনুল হক ও হাফিজ রশিদ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর বলেন, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান চলছে। এবং শাসকদল বিজেপি পতনের পথ। প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের ১৩টি আসনের মধ্যে ৯টিতে বিশাল ব্যবধানে জয়ী হবে বলে দাবি করেছেন তিনি।

বিমানবন্দরে সংবর্ধনায় ভাসলেন আমিনুল হক ও হাফিজ রশিদ

এদিকে, দলের নবনিযুক্ত সহ-সভাতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী বলেন, শাসকদল বিজেপির প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিজেপিতে বর্তমানে শাসন ও সুশাসন বলতে কিছুই নেই। আছে শুধু অপশাসন। শাসক দলের মন্ত্রীরাও বর্তমানে গরুর ইস্যুতে জড়িয়ে আছে। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত, অসমে কি চলছে বা কি হচ্ছে সেসব বিষয়ে তাঁরা মোটেও অবগত নন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ধর্ম-নিরপেক্ষ বজায় রাখার যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করে শুধু গো-মাংস ও হিন্দু-মুসলমান নিয়ে রাজনীতি করে যাচ্ছেন বলে মন্তব্য হাফিজ রশিদের। বিজেপির অপশাসন থেকে রাজ্যকে রক্ষা করার পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জাতি-জনগোষ্ঠিকে সঙ্গে নিয়ে কংগ্রেস এগিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সবার সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধতায় কংগ্রেস আগামীতে রাজ্যে সরকার গঠন করবে বলেও জানিয়েছেন হাফিজ রশিদ চৌধুরী।

Author

Spread the News