কামরাঙা জিপির সভাপতি পিঙ্কু, কনকপুর-দলইছড়ায় ছন্দা
বরাক তরঙ্গ, ৮ জুলাই : লক্ষীপুর রাজাবাজার ব্লকের অধীন জয়পুর কামরাঙা জিপির সভাপতি হিসাবে মনোনীত হন পিঙ্কু রায় ও সহ-সভাপতি মন্দীরা দেবী। সোমবার জিপি সভাপতি ও সহ-সভাপতি গঠন অনুষ্ঠানে ছিলেন মণ্ডল সভাপতি শুভঙ্কর গোয়ালা, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য বিজয়ীতা মাহাতো সহ অনেকে।

ডিলিমিটেশন হওয়ার জয়পুর, হরিনগর এলাকার উন্নয়ন তড়িৎ অতীতে চলছে। দীর্ঘদিন থেকে এই এলাকা উধারবন্দ বিধানসভা কেন্দ্রের আওতায় থাকায় প্রায় অবহেলিত ছিল। উন্নয়নের ছোঁয়াও লাগেনি। যোগাযোগ বলেই ছিল না বিধায়কের। বর্তমানে এই এলাকাটি লক্ষীপুর কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রী কৌশিক রায় বিশেষ নজর দিয়েছেন এলাকার উন্নয়নের। আর জিপির উন্নয়নে করে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি ও সহ-সভাপতি।

অপরদিকে, একই দিনে কনকপুর- দলইছড়া জিপির সভাপতি হিসাবে শপথ নিলেন ছন্দা বর্মন। জানালেন জিপির উন্নয়নে করে যাবেন কাজ। পাশে থাকার অঙ্গীকার করলেন স্বামী তথা প্রাক্তন এপি সদস্য প্রদ্যুৎ বর্মন।
