ধুবড়িতে বৃহৎ উচ্ছেদ অভিযান, উত্তপ্ত পরিস্থিতি, আটক অখিল গগৈ
বরাক তরঙ্গ, ৮ জুলাই : ধুবড়ির বিলাসীপাড়া অঞ্চলে একটি বৃহৎ উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। চিরাকুটা, চরুয়াবাখরা এবং সন্তোষপুরে চলছে উচ্ছেদ। প্রশাসন তাপীয় বিদ্যুৎ প্রকল্পের জন্য ৩,৫০০ বিঘা জমিতে উচ্ছেদ চালাচ্ছে সরকার। মঙ্গলবার এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধুবড়ি জেলা প্রশাসন ও সরকারের পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় রাইজর দলের সভাপতি অখিল গগৈ পৌঁছলে আটক করে ধুবড়ি পুলিশ।
এ দিকে, চলমান উচ্ছেদের মধ্যে, বিলাসীপাড়ার উচ্ছেদ স্থলে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অবৈধ দখলকারীরা প্রশাসনের এক্সকেভেটরে হামলা করছে। পাথর ও লাঠি নিয়ে অবৈধ দখলকারীরা প্রশাসনের এক্সকেভেটরে আক্রমণ করে।
এই আক্রমণের ঘটনা চারু বাকরা অঞ্চলে ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ করে। শত শত মানুষ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে বেরিয়ে আসে। অন্যদিকে, শিবসাগরের বিধায়ক আখিল গগৈ উচ্ছেদ স্থলের দিকে যাচ্ছিলেন। এবং পরবর্তীতে, পুলিশ আখিল গগৈকে আটক করে। ছবি সৌজন্যে news18 assam