মাঝ রাস্তায় বিশাল গর্ত, নন্দপুর-আলগাপুর সড়ক যেন মরণফাঁদ

বরাক তরঙ্গ, ৮ জুলাই : রাস্তার মাঝেই বিশাল আকারের গর্ত। যেন প্রাণ কেড়ে নেওয়ার ফাঁদ। রাতদিন এমন আতঙ্কে তাড়া করছে কাছাড়ের   নন্দপুর-আলগাপুরের লোকদের। গোবিন্দপুর-আলগাপুর জিপির অধীন ওই গ্রামের সংযোগকারী একমাত্র রাস্তার এই করুণ অবস্থা। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। হাজার হাজার লোক যাতায়াত করেন। মাঝ রাস্তায় সৃষ্টি বড় গর্তটি শুধু আতঙ্ক নয় দুর্ভোগের মুখে পড়েছেন আমজনতা। দিনে দিনে আরও বিস্তৃত ও গভীর হয়ে উঠছে। বর্ষাকালে এই গর্তে জমে থাকা জল পথচারী ও গাড়ি চালকদের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ ও রোগী বহনকারী যানবাহন এই গর্তের জন্য নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন এই রাস্তার সংস্কার বা গর্তটি মেরামতের কোনও উদ্যোগ নেয়নি। ভুক্তভোগীরা জানিয়েছেন, এটি শুধু একটি রাস্তা নয়, বরং গোটা এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম। স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মাঝ রাস্তায় বিশাল গর্ত, নন্দপুর-আলগাপুর সড়ক যেন মরণফাঁদ
Spread the News
error: Content is protected !!