কচুদরম ও বালাছড়ায় মাদক সহ আটক পাঁচ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জুলাই : কাছাড় জেলায় পৃথক পৃথক অভিযানে এক মহিলা সহ পাঁচজনকে মাদক সহ গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে সোনাইয়ের কচুদরম ও বড়খলার বালাছড়া টোল গেটে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ দিন রাতে বড়খলা পুলিশ 
শিলচর-ডিমা হাসাও জাতীয় সড়কের বালাছড়া টোলগেটে নিয়মিত চেকিংয়ের সময় একটি সাদা রঙের বেলেনো গাড়ি (AS02AR1545) সহ চারজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাদের কাছ থেকে ১০টি সাবান কেস পাওয়া গেছে। প্রায় ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

কচুদরম ও বালাছড়ায় মাদক সহ আটক পাঁচ

ধৃত চার জনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। ধৃতরা হল নগাঁও জুরিয়া উদমারির ইকরামুল ইসলাম (৩০), জুরিয়ার মহগুড়ির নজমুল উদ্দিন (২৫), উদমারির ইসমাইল (৩৯) ও কাটিমারির লিলিমা খাতুন (৩৬)।

কচুদরম ও বালাছড়ায় মাদক সহ আটক পাঁচ

এ দিকে, কচুদরম পুলিশ দিদারকুশ চতুর্থ খণ্ডের সনাতন সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ১৪.৩৪০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে। পাশাপাশি সনাতনকে গ্রেফতার করা হয়েছে।

Author

Spread the News