উল্টোরথে ব্যাপক উৎসাহ হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ৬ জুলাই : হাইলাকান্দি জেলা সদরে উল্টোরথকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। শনিবার সাত-আটটি রথ নিজেদের স্বস্থানে ফিরে আসে। প্রসঙ্গত এদিন এক সপ্তাহ সময় মাসির বাড়ি থেকে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার নিজ বাড়িতে ফিরে আসার পরম্পরা রয়েছে। এবছর হাইলাকান্দি শহরে রথ এবং ফেরা রথে ও দড়ি টানার জন্য আবাল বৃদ্ধ বনিতার অংশ গ্রহণে এই পরম্পরাগত ঐতিহ্য অক্ষুণ্ণ থাকার এক শুভ বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ে।
এবছর বানেশ্বর শিব মন্দির, হঠাৎ কলোনি আখড়া, রাধারমণ সেবাশ্রম, ভুবনেশ্বর সাধু ঠাকুরের মন্দির, বাজারের রাধামাধব আখড়া প্রভৃতি স্থান থেকে এবছর রথ বের হয়েছিল। আর শনিবার হরিনাম সংকীর্তন সহযোগে জগন্নাথ দেবের রথ ফিরে আসে স্বস্থানে।