উল্টোরথের রশি টানলেন মন্ত্রী কৃষ্ণেন্দু, ভক্তের জোয়ার শিবেরগুল- পিপলাছড়ায়

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পদলের উপস্থিতিতে অসম-ত্রিপুরা-মিজোরাম সীমান্ত ঘেঁষা গ্রামের উল্টো রথে ধর্মভক্তির জোয়ার, মিলনমেলায় রঙিন হয়ে উঠেলো শিবেরগুল-পিপলাছড়া। উৎসবের ছোঁয়ায় আবারও মুখরিত হয়ে উঠল পাথারকান্দির শিবেরগুল, লোয়াইরপোয়া, পিপলাছড়া ও আশেপাশের জনপদ। শনিবার আষাঢ়ের স্নিগ্ধ বিকেলে একদিকে ঝিরঝির বৃষ্টির পরশ, অন্যদিকে ঢাক-করতাল-শঙ্খের গর্জনে রথযাত্রার আবহ যেন আকাশ-বাতাসকে স্পর্শ করল। এই পুণ্য তিথিতে পালিত হলো ঐতিহাসিক উল্টো রথযাত্রা—যেখানে ধর্ম, সংস্কৃতি আর লোকায়ত বিশ্বাস মিলেমিশে তৈরি করল এক অনন্য ঐতিহ্যবাহী পরিবেশ। এই ধর্মীয় উৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি রথের রশি ধরে নিজেই টান দিলেন পিপলাছড়া ও লোয়াইরপোয়া এলাকার রথে।

উল্টোরথের রশি টানলেন মন্ত্রী কৃষ্ণেন্দু, ভক্তের জোয়ার শিবেরগুল- পিপলাছড়ায়

উল্লেখযোগ্য, এই অঞ্চলটি অসম-ত্রিপুরা-মিজোরামের সীমান্ত ঘেঁষা, এবং এখানকার রথযাত্রা নানা জাতি ও ধর্মের মানুষের অংশগ্রহণে সত্যিকার অর্থেই এক সর্বজনীন মিলনোৎসবে রূপ নেয়। এই বিশেষ দিনে শিবেরগুল আতল মুখার্জি স্কুল প্রাঙ্গণের সম্মুখভাগ যেন হয়ে ওঠে জগন্নাথ ধাম। বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের ধর্মপ্রাণ মানুষজন ঐতিহ্যবাহী পোশাকে সেজে ঢাক-করতাল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্যে অংশ নেন।নারী-পুরুষ নির্বিশেষে রথের রশি টেনে রথযাত্রা সম্পন্ন করেন।প্রতিটি রথে বিরাজমান মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ, যা শ্রদ্ধাভরে সাজিয়ে তোলা হয় স্থানীয় শ্রীমণ্ডপ থেকে।

উল্টোরথের রশি টানলেন মন্ত্রী কৃষ্ণেন্দু, ভক্তের জোয়ার শিবেরগুল- পিপলাছড়ায়

এবারের উল্টো রথে স্থানীয় নোরখা, দেওয়ালী, পিপলাছড়া, কালাছড়া, শিবেরগুল-সহ মোট সাতটি শ্রীমণ্ডপ থেকে সুসজ্জিত রথ বের হয়ে পরিক্রমা করে এসে মিলিত হয় পিপলাছড়া কমিউনিটি হল প্রাঙ্গণে। প্রত্যেক রথের সঙ্গে ছিল আলাদা ভজন-মণ্ডলি, যারা রথ চলাকালীন গান ও কীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে। রথ মিলনস্থলে আয়োজিত হয় বিশেষ সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সানন্দে সেই কীর্তনে হাততালি দিয়ে তাল মেলান ভক্তদের সঙ্গে।পরে তিনি ভগবানের আশীর্বাদ গ্রহণ করে এলাকাবাসীর মঙ্গল কামনা করেন এবং বলেন, মহাপ্রভু জগন্নাথের কৃপায় আমাদের সমাজে শান্তি, ঐক্য ও উন্নয়ন বজায় থাকুক, এই প্রার্থনা করি। এছাড়া স্থানীয় রথ কমিটির তরফে মন্ত্রীকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের ঐতিহ্যবাহী পাগড়ি ও উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করা হয়। 

উল্টোরথের রশি টানলেন মন্ত্রী কৃষ্ণেন্দু, ভক্তের জোয়ার শিবেরগুল- পিপলাছড়ায়

Author

Spread the News