রাজ্যে ঘুষ কাণ্ডে গ্রেফতার দুই সরকারি কর্মচারী
বরাক তরঙ্গ, ৪ জুলাই : পৃথক পৃথক অভিযানে দুই সরকারি কর্মচারীকে গ্রেফতার করলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন দুই কর্মচারী। শুক্রবার চড়াইদেউ জেলার আবগারি বিভাগের ডেপুটি সুপার প্রশান্তকুমার গগৈকে গ্রেফতার করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। মদের দোকান স্থানান্তরের নামে কুড়ি হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।
এ দিকে, ঘুষ নেওয়ার অপরাধে রঙিয়ার রাজস্ব সার্কল কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীকে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। ধৃত কর্মচারীর নাম ডিম্বেশ্বর হালৈ। জমি সংক্রান্ত কাজের জন্য এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ডিম্বেশ্বরকে গ্রেফতার করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ডিম্বেশ্বরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রচুর অভিযোগ রয়েছে।
