এক ছাত্রীকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে গেল তিন যুবক, মামলা
বরাক তরঙ্গ, ৪ জুলাই : চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলচর শহরে। স্কুল যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে বলপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় দুস্কৃতি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টা ৪৫ মিনিটে শিলচরের ঢাকাইপট্টিতে। টাউন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী রুমানা বেগম মজুমদার ও তার বোন স্কুলে যাওয়ার পথে রুমানাকে অপহরণ করে নিয়ে যায়।
ছোট বোন তারমিনা মজুমদার জানায়, তিন যুবক মুখে কাপড় দিয়ে ঢেকে অল্টো গাড়িতে তুলে নিয়ে যায় রুমানাকে। এই অপহরণের ঘটনায় তাদের এক আত্মীয়ের ওপর সন্দেহ রয়েছে বলে জানায়। এদিকে, মালুগ্রাম পুলিশ খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এবং গোপনীয় ভিত্তিতে তদন্ত শুরু করে দেয়।
রুমানার পরিবার মালগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দাখিল করেন। রুমানার পরিবার ইটখোলায় ভাড়াটে হিসেবে বসবাস করছেন।
