১২ জুলাই থেকে ভাবীকাল থিয়েটার গ্রুপের গ্রীষ্মকালীন যুব নাট্য কর্মশালা শুরু হচ্ছে

বরাক তরঙ্গ, ২ জুলাই : ভাবীকাল থিয়েটার গ্রুপের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মকালীন যুব নাট্য কর্মশালা (প্রযোজনা ভিত্তিক) শুরু হতে চলেছে । আগামী ১২ জুলাই থেকে চলবে ২১ জুলাই পর্যন্ত। প্রযোজনা ভিত্তিক এই কর্মশালার এটি প্রথম পর্ব। দ্বিতীয় এবং তৃতীয় পর্বের পরে চূড়ান্ত প্রযোজনা দর্শকের দরবারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ভাবীকালের। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে নতুন নাটকের প্রযোজনায় অংশগ্রহণ করার   সুযোগ থাকবে।

১২ জুলাই থেকে ভাবীকাল থিয়েটার গ্রুপের গ্রীষ্মকালীন যুব নাট্য কর্মশালা শুরু হচ্ছে

প্রসঙ্গত, বিগত ২০০৭ সাল থেকে ভাবীকাল নিয়মিত ভাবে প্রতি বছর নাটকের বিভিন্ন দিক নিয়ে যুব নাট্য কর্মশালা ও শিশু নাট্য কর্মশালা করে আসছে  এবং অভূতপূর্ব সাড়াও পাওয়া যাচ্ছে। বরাক উপত্যকার নাট্য আন্দোলন তথা নাটকের প্রচার ও প্রসারে এই কর্মশালা এক সক্রিয় ভূমিকা পালন করেছে বলে মনে করছেন ভাবীকালের কর্মকর্তারা।
এবারের কর্মশালায় বিশেষ কিছু অভিনয় কৌশল, ব্যক্তিত্বের বিকাশ, সরক্ষেপণ ও  নাট্য অভিনয়ের বিভিন্ন ধারা নিয়ে কাজ করা হবে।

ইচ্ছুক এবং অভিনয় শিক্ষায়  আগ্রহীদের ৯৭০৭৪৩৪৭১৩, ৬৯০১৯৮৬৬৯১, ৭০০২৪৭১৬৮৭ বা ৯৯৫৪১২৯৪২৮ নম্বরে যোগাযোগ করতে ভাবীকালের তরফে বলা হয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, আসন সংখ্যা অত্যন্ত সীমিত।

১২ জুলাই থেকে ভাবীকাল থিয়েটার গ্রুপের গ্রীষ্মকালীন যুব নাট্য কর্মশালা শুরু হচ্ছে

Author

Spread the News