কচুদরম থেকে  নিখোঁজ কিশোর

বরাক তরঙ্গ, ২ জুলাই : চারদিন ধরে নিখোঁজ রয়েছে কিশোর। ২৯ জুন বিকেল পাঁচটায় ঘর থেকে বের হলে আর ফিরেনি সাহারুল হক বড়ভূইয়া নামে কিশোরটি। কচুদরম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তবারক আলি বড়ভূইয়ার ছেলে সাহারুল মানষিক ভারসাম্যহীন। এ দিন বিকেলে বের হলে আর ঘরে আসেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোনও সন্ধান মেলেনি। তার নিখোঁজের ঘটনায় পরিবার উৎকণ্ঠা রয়েছেন।
যদি কেউ দেখতে পান স্থানীয় পুলিশে জানানোর আবেদন জানান তার বাবা তবারক আলি।

কচুদরম থেকে  নিখোঁজ কিশোর

Author

Spread the News