এয়ারটেল কোম্পানির লোগো লাগানো গাড়ি থেকে ছয় কোটি টাকার হেরোইন উদ্ধার, তিনজন গ্রেফতার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ জুন : শ্রীভূমি জেলা সিনিয়র পুলিশসুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে সোমবার নিলামবাজার থানার অন্তর্গত লালপুল এলাকায় এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা। এই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেলের একজন ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।
ধৃতদের একজন এয়ারটেলের ইঞ্জিনিয়ার____
পুলিশের গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নেতৃত্বে মিজোরামের চম্পাই থেকে আসা একটি বোলেরো গাড়িতে (TR/01/M/2262) তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় গাড়ির দরজার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ৭৬টি সাবান কেস ভরা সন্দেহজনক বস্তু। পরীক্ষার পর তা হেরোইন বলে নিশ্চিত করা হয়। প্রতিটি সাবানের প্যাকেটে যথেষ্ট পরিমাণে মাদক ছিল, যার মোট ওজন ও বাজারমূল্য মিলিয়ে আনুমানিক ছয় কোটি টাকা ছাড়িয়ে যায়। গাড়িতে এয়ারটেল লগো লাগানো রয়েছে।

পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। তাদের নাম হল সুহেল আলম, ইফতিখার আলম ও সাব্বির আহমেদ। এদের মধ্যে একজনের বাড়ি হাইলাকান্দি, একজনের গুয়াহাটি এবং অপরজনের বাড়ি শ্রীভূমির পাথারকান্দিতে বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ইফতিখার আহমেদ এয়ারটেল কোম্পানির একজন ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। এটি প্রমাণ করে যে, মাদক চক্র কেবলমাত্র পেশাদার অপরাধীদেরই নয়, বরং বিভিন্ন সেক্টরের কর্মীদেরও নিজেদের দলে টানছে।
এ বিষয়ে শ্রীভূমি জেলা পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, “মিজোরাম সীমান্ত দিয়ে মাদক পাচারের বড়সড় একটি চক্র সক্রিয় রয়েছে বলে আমাদের সন্দেহ। এই অভিযান সেই চক্রের একটি বড় সূত্র ফাঁস করেছে। ধৃত তিনজনকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের মোবাইল ফোন ও আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।”