লামপুরে ধসে আটকে পড়া লরি চালক ও খালাসিদের মধ্যে খাবার বিতরণ আমেন্দু হোজাইর
বরাক তরঙ্গ, ২৭ জুন : জাটিঙ্গা লামপুরে ধসে আটকে পড়া লরি চালক সহ খালাসিদের মধ্যে খাবার দিলেন ডিমা হাসাও কাউন্সিলের কার্যকরী সদস্য আমেন্দু হোজাই। প্রায় একসপ্তাহ থেকে বান্দরখাল, জাটিঙ্গা ও লামপুর অবধি ২০ কিলোমিটার রাস্তায় আটকে থাকা প্রায় হাজার খানেক ট্রাকের চালক সহ খালাসিরা বিপাকে পড়েছেন। কারও কাছে খাদ্য সামগ্রী আছে, কিন্তু বানানোর পরিস্থিতি নেই আবার কারও কাছে খাদ্য সামগ্রী বলতে কিছুই নেই, এমন সঙ্কটজনক অবস্থায় ডিমা হাসাও জেলার অটোনোমাস কাউন্সিলের সদস্য আমেন্দু হোজাই ব্যক্তিগত উদ্যোগে তাঁদের মধ্যে রান্না করা খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন।

আমেন্দু হোজাইয়ের সহযোগীরা দিন-রাত চার-পাঁচ কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে রান্না করা খাদ্য বিতরণ করে যাচ্ছেন। আটকে যাওয়া এই দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা সব লরি চালক ও খালাসিরা আমেন্দু হোজাইর এই নিঃস্বার্থ সেবায় সাধুবাদ জানান।