ফারহানা বেগম মনোনীত কুরকুরি জিপির সভাপতি

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৭ জুন : বৃহস্পতিবার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত কালাইন উন্নয়ন খণ্ডের কুরকুরি গাঁও পঞ্চায়েত বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে গাঁও পঞ্চায়েত সভানেত্রী পদে মনোনীত হন ফারহানা বেগম, আর উপ-সভানেত্রী হিসেবে দায়িত্ব পান ইমরানা বেগম। ১০ জন গ্রুপ সদস্যের মধ্যে ৬ জন সদস্যের উপস্থিতিতে এই বোর্ড গঠন হয়। শপথ গ্রহণের পর কালাইন উন্নয়ন খণ্ড কার্যালয়ের বাইরে নবনির্বাচিত সভানেত্রী ফারহানা বেগম ও অন্যান্য সদস্যদেরকে নিয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। জনতার উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে ওঠেন নবনির্বাচিত প্রতিনিধিরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সভানেত্রী ফারহানা বেগম জানান, “জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। একদিকে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন ওয়ার্ড সদস্য হিসেবে, অপরদিকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে আমি সভানেত্রী পদে মনোনীত হয়েছি—এতে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”

ফারহানা বেগম মনোনীত কুরকুরি জিপির সভাপতি

তিনি আরও বলেন, “ভবিষ্যতে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে পাশে থাকব এবং গরিব-দুঃখী মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাব। উন্নয়নের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব।” শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ফারহানা বেগম ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা দেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন গুমড়া-মহাদেবপুরের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ত্রিয়োবাসি দাস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস, ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায়, সামসুল ইসলাম সহ অন্যান্য কংগ্রেস কর্মকর্তারা।

ফারহানা বেগম মনোনীত কুরকুরি জিপির সভাপতি
Spread the News
error: Content is protected !!