পাথারকান্দিতে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২৩ জুন : এক বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথারকান্দি থানার পুলিশ বিশাল সাফল্য পেল। রবিবার গভীর রাতে পাথারকান্দির পানিকপাড়া বাইপাস থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেটসহ দু’জন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪৬০০ ইয়াবা ট্যাবলেট।

সূত্র অনুযায়ী, সন্দেহভাজনভাবে চলাফেরা করায় একটি বাইক থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ধরা পড়ে ইয়াবা ট্যাবলেট গুলো, যা অত্যন্ত চতুরতার সঙ্গে প্যাক করে পাচারের চেষ্টা চলছিল। ঘটনার পরপরই বাইক আরোহী দু’জনকে আটক করা হয়।

পাথারকান্দিতে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক

ধৃতরা হল দিলওয়ার হোসেন ওরফে দিলু (৩৫), বাড়ি পাথারকান্দি থানা অধীন চেঙ্গজুর এলাকায়। অপরজন হল সাহেদ আলম (২৫), টিলাবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ধৃতদের রাত ভর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে সোমবার জেলা সিজিএম কোর্ট সপর্দ করে।

Spread the News
error: Content is protected !!