কাটিগড়ায় ফের ৯ বাংলাদেশি আটক

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২২ জুন : কাটিগড়ায় আবারও অবৈধভাবে প্রবেশকারী ৯ বাংলাদেশি আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে কাটিগড়ার হিলাড়া এলাকা থেকে দুই শিশু সহ এই দলটিকে আটক করা হয়। তাদের সন্দেহভাজন আচরণ লক্ষ্য করে পুলিশে খবর দিলে, কাটিগড়া থানার পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। তবে একটি একটি অটো রিক্সা পালিয়ে গেলেও একটি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ।

আটক ব্যক্তিরা জানায়, তাঁরা সুরাটে ৫-৬ বছর ধরে বসবাস করছিলেন এবং সম্প্রতি গুজরাট সরকার বিদেশি বিতাড়নের প্রেক্ষিতে পালিয়ে এসেছেন। দু’টি অটো রিকশা রিজার্ভ করে কালাইনের উদ্দেশ্যে যাত্রা করার সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিশের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্যপূর্ণ তথ্য পাওয়ায় তাদের আটক করা হয়।

প্রসঙ্গত, শনিবার দিনও একই এলাকা থেকে সাতজন বাংলাদেশি রোহিঙ্গা নাগরিক আটক হয়। একের পর এক এমন ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। প্রশাসন সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

কাটিগড়ায় ফের ৯ বাংলাদেশি আটক
Spread the News
error: Content is protected !!